ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির প্রবীণ সাংবাদিক, আদর্শ শিক্ষক ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি, প্রেসক্লাবের সদস্য আলী হায়দার তালুকদারের স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন মরহুমের নিকটাত্মীয় এডভোকেট মাসুদুর রহমান চুন্নু, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি এডভোকেট আক্কাস সিকদার, সাধারণ সম্পাদক মানিক রায়, বীরমুক্তিযোদ্ধা দুলাল সাহা, সহসাধারন সম্পাদক কেএম সবুজ, নির্বাহী সদস্য মাইনুল হক লিপু, সদস্য জহিরুল ইসলাম জুয়েলসসহ আরো অনেকে। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ইদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মোক্তার হোসেন।

Leave a Reply