(রিপন ওঝা,মহালছড়ি)
৪র্থ ধাপেও রিন্টু চাকমা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিববর্ষের উপহার বরাদ্ধ হতে বঞ্চিত। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেমরঞ্জন পাড়ার রঙ্গলাল চাকমার পুত্র রিন্টু চাকমা।
তাঁর বাড়ীতে গিয়ে দেখা যায় আরো এক করুন দৃশ্য এ যেন পদীপের নিচে আঁধার এর মতো। সরেজমিনে লক্ষ্যে করা যায় যে, রিন্টু চাকমার কুড়েঘর,সেই কুড়েঘরও পাহাড়ের ছনের ছাউনি দেওয়া। চালের ছনও পুরাতন হয়ে গেছে। এই কুঁড়েঘরে রিন্টু চাকমার পরিবার সন্তান পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তিনিও ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন জমা করেছেন।
এলাকার সচেতন সর্বমহলের বিশ্বাস স্থানীয় উপজেলা প্রশাসন এ ব্যাপারে গুরুত্ব সহকারে জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করেন।
আজ ২২মার্চ স্বাধীনতার মাসে ৪র্থ ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহার বুঝিয়ে দেবেন। এর আগেও সারাদেশে ১ম,২য়, ৩য় ধাপ শেষ করেছেন।

Leave a Reply