বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেঞ্চে ভুমি ও গৃহহীনদের ঘর বিতরণ

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদাতা: বুধবার ২২ মার্চ বেলা সারে ১০ টায় বানারীপাড়া উপজেলার( পৌরসভা ) উত্তরপার আশ্রয়ন-০২ প্রকল্পের ভূমি ও গৃহহীনদের মাঝে কনফারেঞ্চে ঘর প্রদান করেন।

বানারীপাড়া পৌরসভার উত্তরপার আশ্রয়ন প্রকল্পের উন্মুক্ত মাঠে স্থাপিত অস্থায়ি ভেনুতে এ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীর কনফারেঞ্চ
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী আয়োজন করেন। অনুষ্ঠানে সার্বিক ত্বত্তাবধানে স্থানীয় এমপি মোঃ শাহে আলম, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডিআইজি মোঃ আকতারুজ্জামান সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে দু’জন উপকারভোগী মনোয়ায়া বেগম (সুন্দরী) ও মোঃ হুমায়ুন কবির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, উপকারভোগীর জানান তাদের ঘর এবং জমি ছিলনা, এখন তারা একটি ঠিকানা পেয়েছে। এ জন্য তারা খুব খুশি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। প্রধানমন্ত্রীকে বানারীপাড়া আসার জন্য আমন্ত্রণ জানায়।
কনফারেঞ্চ অনুস্ঠানে ৫ জন উপকারভোগিকে ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।
বানারীপাড়ায় ঘরহীন ও ভূমিহীন ৮৭জন উপকারভোগিকে কবুলিয়ত দলিল এবং ঘরের চাবি দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পঙ্কজ দেবনাথ এমপি, সংরক্ষিত আসনের এমপি রবিনা বেগম, সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোঃ আনিসুর রহমান, একে ফাইয়াজুল হক রাজু, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুক, সম্পাদক মাওলাদ হোসেন সানা, কৃষকলীগ সভাপতি মঈন আব্দুল্লাহ সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *