মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দ্বিতীয় ধাপে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগিদের ৮০ টি ঘর হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খান।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
নাচোলে আশ্রয়ন প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর এর উদ্বোধন

Leave a Reply