ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে চতুর্থ ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি সহ পাকাঘর পেল আরও ৩৩জন ভূমিহীন ও গৃহহীন পরিবার । এর মধ্য দিয়ে ত্রিশাল উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো।
বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ভূমিহীনদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে লর মাধ্যমে ৩৯হাজার ৩৬৫টি ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সকাল ৯:০০ ঘটিকায় উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স মিলনায়তনে প্রশাসনের পক্ষ থেকে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান । উক্ত অনুষ্ঠানে ত্রিশালকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী।
এই উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক ফরিদ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ফরিদ উদ্দিন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের যে ভাবে আশ্রয় দিলেন এটা ইতিহাসে বিরল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশে কোন পরিবার ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে তাঁর হাত ধরেই। সারা দেশের ন্যায় ত্রিশাল উপজেলা ভূমিহীন মুক্ত হলো। সেজন্য তিনি ত্রিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসনয় উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান তার সংক্ষিপ্ত বক্তব্যে- যগান্তকারী এই উপহার দিয়ে গরীব অসহায় মানুষের পাশে থাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের সহযোগীতা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করতে পারায়
জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, সম্মানিত মেয়র, প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানদ্বয়, সকল ইউপি চেয়ারম্যানগণ, সংশ্লিষ্ট সাংবাদিক বন্ধুগন সহ সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুূদ ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক ক্রান্তি চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মাহমুদা খানম রুমা স্তানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এদিকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৪জন ভূমি ও গৃহহীন ব্যক্তির হাতে জমির দলিল এবং ঘরের চাবি তুলে দেন। এ নিয়ে চার ধাপে উপজেলার মোট — জন ভূমি ও গৃহহীনকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেওয়া হলো। প্রতিটি ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাঁকা ঘর নির্মাণ করা হয়েছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা।

Leave a Reply