January 15, 2025, 10:34 am
মিঠুন সাহা,, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বাংলাদেশ যুব মহিলা লীগ পানছড়ি উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৩ সম্পন্ন হয়েছে ।
এতে কল্যাণী চাকমাকে সভাপতি ও হালিমা বেগমকে সাধারণ সম্পাদক,জিমিকা ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়।
বুধবার (২২ মার্চ ) বিকাল ০৪ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়।
বাংলাদেশ যুব মহিলালীগ খাগড়াছড়ি শাখা সহ সভাপতি হেমা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,বাংলাদেশ যুব মহিলালীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও আয়োজিত কাউন্সিলের উদ্ভোধক বিউটি রানী ত্রিপুরা, সহ-সভাপতি অঞ্জলি ত্রিপুরা,শিপ্রা দাশ, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না চাকমা ও সাংগঠনিক সম্পাদক বিউটি চৌধুরীসহ প্রমুখ।
এই সময় বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।এবং আগামী জাতীয় নির্বাচনে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় বিজয়ী করার জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।