নাচোলে গৃহহীনদের গৃহ হন্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহহীনদের গৃহ হন্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এ প্রেস ব্রিফিং করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, নাচোল সদর ইউঃ পি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
প্রেস বিফিং-এ ইউএনও জানান, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ১ম থেকে ৪র্থ ধাপে পর্যায় ক্রমে ৯৯৬টি গৃহনির্মাণ করে গৃহহীন পরিবারকে পূণঃবাসন করা হয়েছে।
এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি বর্গ, চেয়ারম্যান ও মেয়র এর মতামতের ভিত্তিত্বে এ উপজেলায় গৃহহীন মুক্ত ঘোষনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের জানান ভবিষ্যতে এ উপজেলায় গৃহহীন পাওয়া গেলে তা আলোচনা সাপেক্ষ্যে পূণবাসনের ব্যবস্থা নেওয়া হবে।
পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও গৃহহীনদেরকে গৃহ প্রদান করায় দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *