January 15, 2025, 10:51 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়পর পীরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত পীরগঞ্জ সরকারি কলেজের প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মার্চ)২০২৩ ইং সকাল থেকে বিকাল পর্যুন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠান সমাপ্তি হয।
অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচের এমপি মোঃ হাফিজ উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুল হাসান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।তবে অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী সংখ্যা কম ছিল।