গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। গোদাগাড়ীর কৃষকেরা সোনার মানুষ

মোঃ হায়দার আলী, রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষকদের মাঝে আউশের প্রণোদনা সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা শহিদ মিনার চত্তরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কৃষি প্রণোদনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেযর আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস,

বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার মরিযম আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, কৃষিতে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছেন, সার, বীজ প্রনাদোনা দিচ্ছেন, দেশ স্বাধীন হওয়ার পর খাদ্য উৎপাদন হত এখন দেশে সাড়ে ৩ কোটি মেঃটন খাদ্য উৎপাদন হয়। স্মার্ট বাংলাদেশ করতে হলে কৃষকদের আগে স্মার্ট হতে হবে, দেশের উন্নয়ন মানে কৃষকের ভাগ্যের উন্নয়ন। আমি এমপি হওয়ার পর থেকে ১২ কোটি টাকার বিনামূল্যে সার, বীজসহ প্রণোদনা দিয়েছেন, এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য। এ ধরনের সুযোগ সুবিধা অতীতে কোন সরকার দেন নি। বাড়ীর আশেপাশে কোন জঙ্গল থাকবে না, জঙ্গল পরিস্কার একটি ফলের গাছ, মিষ্টি কুমড়া, লাউ, শষা গাছ লাগাবেন। সাজনা গাছ লাগাবেন নিজে খেয়ে কিছু বিক্রি দিবেন, আর্থিকভাবে লাভবান হবেন। কৃষকগণ উৎপাদিত পুন্যের নায্যমূল্য পাচ্ছেন। কৃষকগণ সুখে আছেন।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ ধান ৭ হাজার ৬ শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও পাট ৫ শ জনকে ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *