এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট ক্ষেতলাল উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল মাঠে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
বিদায় ও দোয়া অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আরমান আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্টায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অবহেলিত এলাকায় স্কুল- মাদ্রাসা প্রতিষ্ঠা করে হতদরিদ্র পরিবারের মেয়েদের পড়ালেখার সুযোগ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল দেশের স্কুল- মাদ্রাসার ও কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।
সভাপতি রায়হান আলম তার নিজস্ব তহবিল হতে। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকর,কলম,জ্যামিতি বক্স, হার্ড বোর্ড,পেন্সিল বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও ছাত্রছাত্রীদের পরিক্ষা কেন্দ্রে যাওয়া-আসার জন্য নগদ অর্থ প্রদান করেন।
সভায় স্কুলের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মোকারম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, দাতা সদস্য নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান শিক্ষক আব্দুল হান্নান, সাবেক শিক্ষক শাজাহান প্রমুখ। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের বিদায়ী বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভা শেষে, বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্ষেতলাল এস এস সি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Leave a Reply