হবিগঞ্জে গৃহ হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং

সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের প্রেসব্রিফিং অনুষ্টিত হয়েছে। সোমবার ২০ মার্চ দুপুর ৩:৩০ মিনিট জেনারেল প্রশাসক সম্মেলন কনফারেন্স রুমে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল এর সভাপতিত্বে ও আর ডিসি কামরুজ্জামানের সঞ্চালনায় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, টিভি জার্নালিস্ট সভাপতি আব্দুল হালিম, সাবেক সভাপতি এডভোকেট রুহুল আমিন শরিফ, বিটিভি ক্যামেরাম্যান সৈয়দ সালিক, সাংবাদিক শরিফ চৌধুরী, সৈয়দ মশিউর রহমান, আজারুল ইসলাম মুরাদ, মীর কাদির প্রমুখ।

প্রেসব্রিফংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা পাল জানান আগামী ২২ মার্চ হবিগঞ্জ সদর ৭৫ টি এর মধ্যে ৪র্থ পর্যায়ে ২৯টি লাখাই ৩৫ টি, শায়েস্তাগঞ্জ ১২০টি এর মধ্যে ৭২ টি, নবীগঞ্জ ২৭০ টি, আজমিরীগঞ্জ ১৩০ টি, বানিয়াচং ১৭৭ টি, চুনারুঘাট ৯৭ টি, মাধবপুর ১০৯ টির মধ্যে ৩ টি,
বাহুবল স্নানঘাট দফে মুদাফরপুর মৌজায় ৩৫ টি, সাতকাপন ইউনিয়নের হরহরিয়া মৌজার ৩৭টি, লামাতাশি ইউনিয়নের ধুনিয়াখালি মৌজার ২৫টি ও মিরপুর ইউনিয়নের শ্রীপুর মৌজায় ৪০ টি ঘর সহ মোট ১৩৭টি ঘর-ক, শ্রেনীর ভুমিহীনদের মাঝে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *