January 15, 2025, 7:34 am
বি এম মনির হোসেনঃ-
আগামী ২২ মার্চ বুধবার সারা দেশের সাথে একযোগে স্থায়ী ঠিকানা পাচ্ছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৃহহীনরা। মুজিব বর্ষ উপলক্ষে চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ৪০ টি গৃহহীন পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহহীন দের ঘর দেয়ার বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করছে আওয়ামীলীগ সরকার। মুজিব বর্ষের আয়োজন সার্থক করতে নেয়া হয়েছে এই উদ্যোগ। এদিকে প্রকৃত গৃহহীন রাই যাতে এই ঘরে ঠাই পান সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যাচাই-বাছাই করা হয়েছে কয়েক ধাপে। প্রকল্পটি সরাসরি তদারক ও বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সূত্র জানায়, ২০২০ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন, মুজিব বর্ষে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সরকার সব ভূমিহীন এবং গৃহীন মানুষকে ঘর তৈরি করে দেবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের আওতায় গুচ্ছগ্রাম প্রকল্প ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প ২। তবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থা যৌথভাবে গৃহীনদের জন্য নেওয়ায় প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিটি জেলায় জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে প্রকল্পের অগ্রগতি তদারকি করছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের অনেক বাড়িঘর সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে। আবার অনেক বাড়ি হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এদিকে আগৈলঝাড়ায় ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ায় অনেক খুশি তারা। গৃহহীনরা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথা গোজার ঠাই করে দিয়েছেন। জীবনের শেষ সময় পর্যন্ত এখানে কাটিয়ে দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যাকে অনেক ধন্যবাদ। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, উপজেলা ব্যাপী চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৪০ টি পরিবারকে ঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহীনদের জন্য সরকারি জায়গায় এই ঘর করা হয়েছে। আশ্রয়ন ২ প্রকল্পের অধীন ভূমিহীন ও গৃহীন পরিবারের জন্য দুই কক্ষ এক বারান্দা বাথরুম রান্নাঘর বিশিষ্ট সেমি পাকা ঘর, প্রকল্পের কবুলিয়াত ও দলিল, নামজারি খতিয়ান সনদপত্র সহ আগামী ২২ মার্চ বুধবার সারাদেশের সাথে একযোগে আগৈলঝাড়া উপজেলার ৪০টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এই উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম,সহ সাধারণ সম্পাদক বিকাশ রায়,সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।