মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
চলতি বছরের বার এসোসিয়েশন পরিক্ষায় ৪৪৫৭২ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন। তিন ধাপে পরিক্ষা শেষে পাশ করে ৫৩২৯ জন। পাশের হার ১২% এবং ফেলের হার ৮৮%। বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান আনোয়ার হোসেন পান্না ২০০৭ সালে নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি ও ২০০৯ সালে বগুড়া সরকারী শাহসুলতান কলেজ হতে এইচ.এস.সি পাশ করে ২০১৪ সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডন যান এবং ২০১৯ সালে লন্ডন থেকে এল. এল. বি ও এল. এল. এম ডিগ্রী অর্জন শেষে দেশে এসে আইনপেশায় মনোনিবেশ করেন। এবং ২০২২ সালের বার কাউন্সিলের পরিক্ষায় অংশগ্রহন করেন। মোঃ আনোয়ার হোসেন পান্না বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ১৯৯২ সালে জন্মগ্রহন করেন। তার পিতার নাম দুলাল প্রাং এবং মাতার নাম আসমা বেগম । তিন ভাই বোনের মধ্যে সে মেজো । তার এই সফলতার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আনোয়ার হোসেন পান্না সাংবাদিক মিজানুর রহমান মিলনকে বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে কোটি কোটি শুকরিয়া প্রকাশ করছি এবং আমি আনন্দিত যে এই রকম পেশায় যুক্ত হতে পেরেছি , সারা জীবন অসহায় মানুষের পাশে থেকে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে আইনগত সহায়তা প্রদান করার আশা ব্যাক্ত করে এবং তার ভবিষৎ জীবনের সফলতা কামনা করে সবার কাছে দোয়া চান তিনি । আমরুল ইউনিয়নে তিনি প্রথম তরুণ আইনজীবি । তার এই সফলতায় এলাকাবাসী উচ্চাসিত এবং আনন্দিত ও গর্বিত ।
Leave a Reply