ফুলবাড়ীয়ার রঘুনাথপুর হাই স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ দীর্ঘ ৬ বছর পর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথুপর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সরাসরি ভোটে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা রঘুনাথুপর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। গত শনিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শনিবার উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেন ।
এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে আব্দুর রহিম ২৪৬ ভোট পেয়ে প্রথম স্থান হন, আবুল কালাম ২৩৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান। কোরবান আলী ২৩৩ ভোট পেয়ে তৃতীয় ও জালাল উদ্দিন মজুনু ১৬০ ভোট পেয়ে চতুর্থ স্থান হন । বিনা প্রতিদ্বনিদ্বতা সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। ভোট গ্রহণে দায়িত্ব ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মরতা আনোয়ার হোসেন, মুনসুর আহমেদ, আঃ সামাদ, হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমান, মোহাম্মদ আলী মাস্টার, আলহাজ্ব আবু তাহের মেম্বার, সুলাইমান ইসলাম, সারোয়ার আলম রোকন তরফদার, আপেল, এসআই জাহাঙ্গীর আলম নেতৃত্বে পুলিশের একটি দল।
প্রিজাইডিং অফিসার একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম জানান, উৎসব মুখর পরিবেশে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪৫৮ ভোটারের মধ্যে ৩৯৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *