শার্শার বেলতলায় আঁচার তৈরীর আম উঠতে শুরু করেছে

আজিজুল ইসলাম : দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আমের রাজধানী খ‍্যাত বেলতলা আম বাজারে গুটি আম বেচাকেনা শুরু হয়েছে। আমের আঁচার তৈরী ও টক ডাউলের জন্য গুটি আমি কিনতে পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও ভীড় জমাচ্ছেন আম বাজারে।
এখানে প্রতি মণ আমের গুটি ৩ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন , ঢাকা রাজধানী সহ দেশের বিভিন্ন বড় বড় শহরে টক ডাইল,ও আচার খাবার কাজে ব‍্যাবহার করা হচ্ছে এই আম। সীমান্ত নগরী বাগআঁচড়ার পাশেই অবস্থিত বেলতলা বাজারে। যেটি যশোর ও সাতক্ষীরা জেলার উভয় অংশে অবস্থিত।

বেলতলা বাজারে আম বিক্রি করতে আসা মোঃ রফিকুল ইসলাম জানান, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের ফলন আগাম হয়েছে, যার কারণে দ্রুত আম বড় হয়েছে। এছাড়াও দেশে করোনা ভাইরাস না থাকায় চাহিদা বেশি ও ভালো দামে আম বিক্রি হচ্ছে।

মেসার্স বিসমিল্লাহ ফল ভান্ডার এর প্রোপাইটার মোঃ আব্দুস সাত্তার বলেন, এবছর আমের দাম ভালো এবং চাহিদাও বেশি আছে, আশা করছি এবছর ব্যবসা ভালো হবে।

আম ব‍্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ লুকমান হোসেন জানান, বাজারে প্রতিটি আড়ৎ এ (গুটি) আম বেচাকেনা শুরু হয়েছে। পবিত্র রোজার পরপরই পাকা আম বেচাকেনা শুরু হবে। পাশাপাশি এখানে আম বিক্রি করতে আসা বেপারী, এবং বাহির থেকে আম কিনতে আসা ব্যাপারীদের সব ধরনের সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *