পাইকগাছায় বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতিয় শিশু দিবস পালিত

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু’র জন্মদিন ও জাতিয় শিশু দিবসের কর্মসূচি পালিত হয়েছে।
১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছেন। সকালে স্ব-স্ব প্রতিষ্ঠান ও দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি’র তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর সভার মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, ওসি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদৎ হোসেন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতা-কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *