আনোয়ার হোসেন
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি//
নেছারাবাদ উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে।মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নের জন্য নেছারাবাদ উপজেলা প্রশাসন ১০টি ইউনিয়নের ভূমি ও গৃহহীনদের তালিকা করে যাচাই বাছাই করে চারটি পর্যায়ে মোট ৫৯৭টি পরিবারের জন্য দুই শতাংশ করে জমির দলিলসহ সেমি পাকা ঘর হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ পিরোজপুর জেলার ৪ টি উপজেলাকে শতভাগ ভুমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন।এর ভিতর নেছারাবাদ উপজেলাও রয়েছে।
বাংলাদেশ বুলেটিন কে দেয়া সাক্ষাৎকারে উপকার ভোগী ভ্যান চালক আব্দুস ছালাম জানান, আমার পরিবারে ৬জন সদস্য নিয়ে বাসা ভাড়া করে থাকতাম যে কয়টাকা ইনকাম করতাম চাল-ডল ক্রয় করতেই শেষ হয়ে যেত। এই সমান্য ইনকামে এক খন্ড জমি কিনে ঘর করা সে আমার জন্য ছিলো স্বপ্নের মতো। আজ প্রধান মন্ত্রী সেই স্বপ্ন বাস্তবে রুপ দিলো।তার জন্য ঘর পেলাম সাথে দলিল সহ দুই শতাংশ জমি পেলাম এটা কিজে আনন্দের স্যার সেটা আমনারে বুজাইয়া কইতে পারমুনা। আমি দিনে রিক্সা চালাই এবং আমার স্ত্রী ঘরের সামনে একটা চায়ের দোকান দিয়েছে।এখন স্ত্রী সন্তান নিয়ে আমি ভালো আছি।
আশ্রয়ণ প্রকল্পের আর এক বাসিন্দা শাম্মী জানান, প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, মাথা গোজার ঠাঁই করে দিয়েছে। আমার স্বামী নার্সারীতে কাজ করে আর আমি বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করেছি যেমন শীমগাছ, লাউগাছ, বেগুন গাছ রোপন করেছি। কয়েকটা ফলের গাছ লাগিয়েছি,এছাড়াও হাস মুরগী পালন করি আমরা এখন খুব ভালো আছি।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নেছারাবাদ উপজেলা প্রশাসন। তিনি আরও বলেন, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেছারাবাদ উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলায় ৪টি পর্যায়ে মোট ৫৯৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি ও একটি একক ঘর উপহার প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ৩টি পর্যায়ে মোট ৪৯৭টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের মধ্যে দিয়ে নেছারাবাদ উপজেলা ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।
Leave a Reply