‍ধাম‌ইরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আবুল বয়ান, ধামইরহাট উপজেলা প্রতিনিধি :

ন‌ওগাঁর ধাম‌ইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

১৭ মার্চ সকাল ৯ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে একটি রেলি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ ও ইতিহাসবিদ শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী, কৃষিবিদ আল জুবায়ের, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অফিসার গোলাম আজম সহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনেের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতির পিতার জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *