ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় শ্রদ্ধাঞ্জলী অর্পন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারারে সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজাম্মানের সঞ্চালনায় বক্তব্য রাখাক, ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আলী ফরিদ, , উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোনতাসির হাসান বিল্লাহ, থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান , উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা প্রমুখ প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
শান্ত তালুকদার
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি।
Leave a Reply