আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) অন্যতম বিদ্যাপিঠ নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরন ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৬ মার্চ বৃহস্প্রতিবার নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং বিদ্যালয় চত্ত্বরে প্রধান শিক্ষক আলাউদ্দিন আলীর সভাপতিত্বে বিদায়, বরণ ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব জসিম উদ্দিন,
উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকারপ্রমুখ।
এছাড়াও এলাকার অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপরদিকে
একইদিন তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে বিদায়,বরন ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন। এদিকে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন আবুল বাসার সুজন।
তানোরের নারায়ণপুর স্কুলে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

Leave a Reply