নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এ উপলক্ষে একটি বণার্ঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো.সিদ্দিকুর রহমান,

এছাড়া আরও বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, পৌর কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা, তাজুল ইসলাম দুলাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান (সাবেক) দুলাল শরিফ,শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের লাইজুর রহমান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।

উপস্থিত ছিলেন, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হেসেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ,যুবলীগ,পৌর কাউন্সিলরবৃন্দ, ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাগন।

আলোচনা সভা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *