January 15, 2025, 6:47 am
রতন দে, ডাসার প্রতিনিধিঃ
স্মাট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন এ শোগানকে সামনে রেখে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসন ও আ’লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আজ শুক্রবার ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, কেক কাটা, চিত্রাংকন,সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ কায়েসুর রহমান,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,ডাসার উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোনীয়া চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারি শিক্ষক ও শিশু শিক্ষার্থী
এ সময় ভারপ্রাপ্ত ইউএনও মোঃ কায়েসুর রহমান সহকারি কমিশনার(ভুমি)
ও ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, ১৯২০ সালে ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি সম্ভান্ত পরিবারে জন্মগ্রহন করেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্মে ছিলেন বলেই আজ একটি স্বাধীন দেশ পেয়েছি, পেয়েছি সম্মান। তিনি শিশুদের খুব ভাল বাসতেন। আজকের শিশুই বাংলাদেশের ভবিষ্যৎ, সে কথা চিন্তা করে শিশুদের মনোবিকাশের জন্য অনেক কাজ করেছেন বাংলাদেশ সরকার
পরে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অন্যদিকে ডাসার উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা এ দিবসটি যথাযথ মযার্দায় পালন করেন।