গোপালগঞ্জে ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ঘর বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঘর বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সড়কে ৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ঘরের চাবি হস্তাস্তর করেন যশোর এরিয়ার ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। পরে তিনি ফিতা কেটে ঘর বিতরনের উদ্বোধন করেন এবং ঘর পরিদর্শন করেন।

এ সময় সেনাবাহিনীর ৮৮ পদাতিক ব্রিগেডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা কল্যাণ তাহবিলের অর্থায়নে ও ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জমি আছে ঘর নেই এমন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৬ জন বীর মুক্তিযোদ্ধাদের জমির উপর ঘর নির্মাণ করা হয়।

অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দিতে পেরে সেনাবাহিনী আনন্দিত। তাদের কল্যাণেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ছোট্ট উদ্যোগ তাদের জন্য বড় কিছু না হলেও স্বাধীনতার জন্য তাদের আত্মাত্যাগ অনেক বড় বিষয়। মাননীয় সেনা প্রধানকে ধন্যবাদ জানাই, তার ঐকান্তিক ইচ্ছায় এই কায্যক্রমগুলোকে নিজস্ব অর্থায়নে সম্পাদন করছেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *