আশুলিয়ায় আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিঃ কারখানার সেপটিক ট্যাংকে পড়ে ৩জন নিহত

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার শিমুলতলা একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে পড়ে গিয়ে শ্রমিকসহ ৩জন যুবক নিহত হয়েছেন। জানা গেছে, ওই সেপটিক ট্যাংকে তারা পরিস্কার করতে নামার প্রায় ৭ ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (১৫ মার্চ ২০২৩ইং) রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলার দরগারপাড় এলাকায় “আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের” সেপটিক ট্যাংক থেকে পোশাক শ্রমিকসহ ৩জন যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৩ টার দিকে উক্ত কারখানার সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতরা হলেন, পরিচ্ছন্নতা কর্মী মোঃ মিঠু (১৬) পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
উক্ত পোশাক কারখানার শ্রমিকরা জানান, বুধবার বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিস্কারের জন্য পরিচ্ছন্নতা কর্মী মিঠুকে নামিয়ে দেওয়া হয় ওই ট্যাংকীতে, প্রায় দেড় থেকে ২ ঘন্টা পরও তার সাড়াশব্ধ না পেয়ে কর্তৃপক্ষ একে একে আরও দুই পোশাক শ্রমিককে নামিয়ে দেন, এরপর তারাও আর ফিরে আসেননি। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনার পর উক্ত পোশাক কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাদের কারখানার কর্তৃপক্ষের ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলেই তারা গা ঢাকা দিয়েছেন, এমনটি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে ৩জনের মরদেহ উদ্ধার করেছি। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তাগণ বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *