January 15, 2025, 10:44 am
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় মা ও শিশু বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আরআরএফ এর খুলনা জোনের সহকারি পরিচালক মোঃ রেজাউল করিম। বিশেষজ্ঞ ডাঃ তাহেরা ইয়াসমিন পিংকি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাইকগাছা, খুলনা ও ,ডাঃ মাসুদ আল ইমরান, ইবনে সিনা মেডিকেল হসপিটাল ,খুলনা ১৫৬ জনকে চিকিৎসা সেবা দেন।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন , আরআরএফ এর আ লিক ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান।ব্রা ম্যানেজার পূরব কান্তি সানা, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু,স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, নাজিরুন আক্তার, শেখ আরিফুর রহমান,তারক মজুমদার ও প্রিতম সাহা।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।