(রিপন ওঝা, খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলার রামগড়ে দিনব্যাপি মঙ্গলবার ১৪ মার্চ বেলা ১২ঘটিকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক অনুদান, চাল বিতরণ ও সংবর্ধনা প্রদান করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্মাট বাংলাদেশ চাইলে জনগণকে নৌকায় ভোট দিন উপজাতীয় সরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা জনগণের উদ্দেশ্যে এ কথা বলেন।
উপজেলার ২নম্বর পাতাছড়া ইউনিয়নের আয়োজনে পরিষদ মাঠে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) পোগ্রাম ২০২৩-২০২৪ কার্ড হস্তান্তর, চাল বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয় এবং বিকেলে রামগড় পৌরসভায় গরীব অসহায় দুস্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
পাতাছড়া ইউনিয়নে ৬১৯টি ভিডব্লিউবি কার্ড ও চাল বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পৌরসভায় ২০ টি সেলাই মেশিন বিতরণ, বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে এমপি আরো বলেন, শান্তি চুক্তি মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়েছে। বিএনপি ডিজিটাল বাংলাদেশের বিরোধীতা করেছে আর এখন সাধারণ মানুষ ডিজিটালের সুফল ভোগ করছে। এসব মিথ্যা বলে বিএনপি জনগণের মাঝে বিভ্রান্ত ছড়ায়। তিনি আরো বলেন, স্মাট বাংলাদেশ চাইলে জনগণকে নৌকায় ভোট দিন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান সাংসদ।
অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, জেলা পরিষদ সদস্য কল্যান মিত্র বড়ুয়া, জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, ওমি মিজানুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।
দুপুরে পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নরুল আলম এর সভাপতিত্বে ও বিকেলে রামগড় পৌরসভায় মেয়র রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
Leave a Reply