মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
“নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী “এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে টাউনহলে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর সঞ্চালনা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅনুতোষ চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কপিল উদ্দিনসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply