January 15, 2025, 9:45 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে অনলাইন প্লাটফর্ম জুমে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র পানছড়ির আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনলাইন (জুম অ্যাপস)’র মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, উপজেলা তথ্য আপা কর্মকর্তা সুপ্রিয়া চাকমা।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘পানছড়ি তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে।
প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।