নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলে নড়াগাতী থানায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলায় ১জন, মাদক, যৌতুক ও মারামারিসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ৩ জন আসামিকে গ্রেফতার করেছে নড়াগাতী থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা নির্দেশনায় এএসআই জাহাঙ্গীর হুসাইন সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতী থানার বিভিন্ন এলাকায় অভিযান তাদের গ্রেফতার করা হয়।
কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া মোঃ ফরিদ খাঁনের ছেলে মোঃ আলগীর (১৯), দেবদুন গ্রামের রাসেল বিশ্বাসের স্ত্রী নাজমা বেগম (২২), পারবাঐসোনা গ্রামের মোঃ তোকন জুমাদ্দারের ছেলে মোঃ ইমদাদুল জুমাদ্দার (৪০), চাপাইল গ্রামের মৃত মোঃ নুরু ভূঁইয়ার ছেলে সজীব ভূঁইয়া (৩৮), চুরি হওয়া মাল উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *