গৌরনদীতে নূরানী মাদ্রাসার ভবন নির্মানের উদ্বোধন

বি এম মনির হোসেনঃ-

গৌরনদীর ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসার স্থায়ী নতুণ ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন ১৫ মার্চ বুধবার সকাল ৮ ঘটিকায় পৌরসভার চরদাধাতলিতে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার স্থায়ী ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.কামাল হোসেন এর পিতা হাজী মো. মোকছেদ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানা মাদরাসার প্রতিষ্ঠাতা আঃ আজীজ পীর সাহেব।বিশেষ অতিথি ছিলেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর আমীনুল ইসলাম শাহীন, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী মো. বখতিয়ার,সভাপতি মাওলানা আবদু রশিদ, সাধারন সম্পাদক ডা.মো.শাহআলম তালুকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি এম বেলাল,
গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. লিটন খান, মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. শাহাবুদ্দিন, ইকরা হাফেজী মাদ্রাসার শিক্ষক মুফতী মাওলানা মো. বেলাল হোসেন,অভিভাবক মো.জাকির হোসেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মো.আল-আমীন, মো. নজরুল ইসলাম, কাওসার হোসেন, মাওলানা মো.মিরাজুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন-প্রমূখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী থানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা,আঃ আজীজ পীর সাহেব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *