ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে জেলা সিরতা ইউপি চেয়ারম্যান সাঈদ এর বিশাল মিছিল

ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে সদর উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ।

শনিবার দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে স্বাগত মিছিলটি ময়মনসিংহ নগরী কাচারীঘাট এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় দেড় হাজার নেতাকর্মী আরজুনা কবির এর নেতৃত্বে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজি মুল সমাবেশে মিলিত হয়।

সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীকে ১০৩ টি উন্নয়ন প্রকল্প উপহার দিয়েছেন। জেলাকে উন্নত শহরে পরিণত করেছেন। শুধু ময়মনসিংহ নয়, শেখ হাসিনার নেতৃত্বে পুরো বাংলাদেশে সরকার অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। যার ফলে উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। শনিবার (১১মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীকে ও উন্নয়নে বদলে যাওয়া ময়মনসিংহ কে দেখার জন্য এসেছেন এবং সার্কিট হাউস ময়দানে স্মরণকালের বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। জননেত্রীর এ জনসভাকে সফল করতে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করেছেন,তাই মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আমার প্রিয় নেতা মোহিত উর রহমান শান্ত ভাইয়ের নির্দেশনা মোতাবেক নেত্রীর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমিও সেই ভূমিকা পালন করার চেষ্টা করেছি।

আনন্দ মিছিলের পুর্বে সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ বলেন,বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহ আগমনে উপলক্ষে ময়মনসিংহের বিশাল জনসভা কে সফল ও সার্থক করার লক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহের সর্বস্তরের জনতার প্রিয় মুখ মোহিত উর রহমান শান্ত ভাইয়ের নেতৃত্ব ও দিক নির্দেশনা মোতাবেক সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ ইতোমধ্যে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। বঙ্গবন্ধুকন্যার জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য সিরতা ইউনিয়ন আওয়ামী লীগ সর্বাত্মকভাবে কাজ করেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিরতার সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহে আগমনের মধ্য দিয়ে এই উৎসবের পূর্ণতা পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *