নাচোলে এসোডোর মতবিনিময়সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এসোডোর স্টেক হোল্ডাদের জীবনমান উন্নয়নে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে বিআরডিবি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা এসোডোর মুক্তি প্রকল্প-২ এর স্টেক হোল্ডারদে(ক্ষুদ্র নৃ-গোষ্ঠি)র জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু ও প্রাসঙ্গীক বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক এমএকে.জিলানী।
শেসন পরিচালনা করেন সংস্থার ঢাকা অফিসের প্রকল্প পরামর্শক ফরিদ হাসান আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার অর্থ ও প্রশাসন বিভাগের ম্যানেজার আযাহার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শারমীন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, একটি বাড়ি একটি খামার এর সমন্বয়কারী কর্মকর্তা হাবিবুর রহমান, এসোডোর তালিকাভূক্ত ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি সমিতির সভাপতি যতিন হেমরোম, আদীবাসী একাডেমীর সভাপতি বিধান সিং, সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর ডেইজি খাতুন ও আমিনুল ইসলামসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *