ধর্মপাশায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক 

সুনামগঞ্জের ধর্মপাশায় জনতার হাতে আটক হয়েছে দুটি পিকআপ ভ্যান ভর্তি   বিপুল পরিমাণ ভারতীয় মালামাল। পরে সংবাদ পেয়ে মালামাল ভর্তি পিকআপ দুটি  থানায় নিয়ে আসে ধর্মপাশা থানার পুলিশ। এসময় দুই চালক ও দুই হেল্পার সহ চারজনকে আটক করা হয়েছে। 

রবিবার দিবাগত ভোর রাতে ধর্মপাশা থানার অদূরে ধর্মপাশা গ্রামের পশ্চিম পাড়ার কুতুবউদ্দিনের বাড়ির সামনে থেকে ভারতীয় মালামাল ভর্তি পিকআপ দুটির গতিরোধ করে গ্রামের সাধারণ মানুষ। 

জানা যায়, নেত্রকোনা জেলা তাঁতীলীগের সভাপতি ও ধর্মপাশা পশ্চিম বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ধর্মপাশা শাখার এজেন্ট আরিফুর রহমান মুরাদ চৌধুরী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অন্তরালে  শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে  ভারতীয় মালামাল দেশের   রাজধানী শহরসহ বিভিন্ন শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল বহনকারী  গাড়ী পরিচয় দিয়ে পিকআপ ভ্যান ও ট্রাক বুঝাই করে পাচার করে আসছে দীর্ঘদিন ধরে । প্রায়শই গভীর রাতে  ধর্মপাশা গ্রামের মুরাদের শ্বশুড় বাড়ি কুতুবউদ্দিনের বাড়ি থেকে  গাড়ী বুঝাই করে মালামাল পাঠানো হয়। গাড়ী ছেড়ে যাওয়ার সময়   হেডলাইট বন্ধ করে দেয়। এতে আশপাশের মানুষের সন্দেহ হয়। প্রতিবারের মতো রবিবার ভোররাতে ত্রিপাল দিয়ে ঢেকে মাল ভর্তি দুটি পিকআপ ভ্যান মুরাদের শশুড় বাড়ি থেকে বের হয়ে মেইন রাস্তায় আসা মাত্রই  উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদকের সহায়তায় গাড়ী দুটির গতিরোধ করে থামিয়ে  থানায় খবর দেয়া হলে সংবাদ পেয়ে  মালভর্তি গাড়ী দুটি থানায় নিয়ে আসে ধর্মপাশা থানা পুলিশ ।এ সময় দুই ড্রাইভার ও দুই হেল্পারসহ চারজনকে আটক করা হয়।
পরে সোমবার সকালে গাড়ি দুটি থেকে নামিয়ে  ৮২  পেকেট ভারতীয় শাড়ী ও ত্রীপিস পাওয়া যায়।
এ ব্যাপারে আরিফুর রহমান মুরাদ চৌধুরী সহ মোট ৬ জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামল হয়েছে।

শান্ত তালুকদার
ধর্মপাশা(মধ্যনগর) সুনামগঞ্জ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *