স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচী সম্পন্ন করার স্বার্থে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত তোমাবেগ বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধা নেয়া হয়েছে।
জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচী অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। যে কারনে আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। #

Leave a Reply