January 15, 2025, 1:39 pm
ঝালকাঠি জেলা প্রতিনিধি:মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠিতে অটো চালক স্বামীর গলাকেটে হত্যার করার অভিযোগ পাওয়া গিয়েছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী পুলিশ হেফাজতে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদার(৩২) কে তার স্ত্রী সাফিয়া তালুকদার পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চালিয়ে হত্যা করে। এই দম্পত্তির মধ্যে পারিবারিক কারণে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। নিহত মো.ববিউল তালুকদার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পুলক চন্দ্র রায় জানান,পারিবারিক কলহের কারনে তাকে তার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে এবং স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাদবাদ ও পরবর্তী কার্যক্রমের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।