স্বরূপকাঠি (পিরোজপুর )প্রতিনিধি//
আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার এ প্রতিপাদ্য কে সামনে রেখে, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নেছারাবাদ উপজেলাকে ‘ক’শ্রেনীর ভূমিহীন ওগৃহহীন মুক্ত ঘোষনা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ই মার্চ রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল উপজেলার তথ্য উপস্থাপন করে জানান উপজেলায় ১-৩ পর্বে ৪৫৭ জন উপকার ভোগীর মাঝে ঘর সহ জমি হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্বে ১০০টি ঘর ২১ মার্চ হস্তান্তর করা হবে। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। একই সাথে ‘ক-শ্রেনীর ভূমিহীন ও গৃহ হীন মুক্ত উপজেলা হিসেব ঘোষনা করবেন।
এ-সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল হক নেছারাবাদ চেয়ারম্যান নেছারাবাদ উপজেলা পরিষদ, ডা.ফিরোজ কিবরিয়া নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প কর্মকর্তা, কাজি সাখাওয়াত হোসেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি, চপল কৃষ্ণ দাস কৃষি কর্মকর্তা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস ও অন্যান্য অফিসার বৃন্দ, এবং সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, সোহাগদল ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ, সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমীন অসীম এবং স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
Leave a Reply