মোঃ মনিরুল ইসলাম, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের আগামী ১৬ই মার্চ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুরে ২নং আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি মজিবুর রহমানের উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মসিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখ।
পথসভায় স্বাগতম বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম।
বক্তারা বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে জনগণের কাছে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য যে গত ১৫ই ডিসেম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু মারা গেলে ইউনিয়ন চেয়ারম্যান এর আসনটি শূন্য হয়।
Leave a Reply