ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
দেশ রুপান্তরের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। কেক কাটার পরে
দেশ রুপান্তর প্রতিনিধি মঈনুল হক লিপুকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে দেশ রুপান্তর প্রতিনিধি মঈনুল হক লিপুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত, এখন টিভির স্টাফ রিপোর্টার আল-আমিন তালুকদার, প্রথমআলো প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, দি বিজনেস ষ্টান্ডার্ড প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল ও বাংলা টিভির প্রতিনিধি রতন আচার্য্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা, ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া প্রকাশক অলোক সাহা, এনটিভির স্টাফ রিপোর্টার কেএম সবুজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ মন্ডল, ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি জহিরুল হক টিটু, একাত্তর টিভি প্রতিনিধি তরুন সরকার, মানবকন্ঠ প্রতিনিধি রাজু খান, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জিয়াউল হক লিনু, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জাগো নিউজ প্রতিনিধি আতিক রহমান, ভোরের ডাক প্রতিনিধি উজ্জল রহমান, অর্থনীতির কাগজ প্রতিনিধি এসএম মাসুদ পারভেজ ও আবু জাফর সালেহ প্রমুখ।
Leave a Reply