বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বানারীাড়া সাব-জোনাল অফিসের এজিএম মতিউর রহমান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, প্রেস ক্লাবের সহসভাপতি কে এম সফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুুদ রিপন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উজিরপুর শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পর্যটক হাসান আহম্মেদ সোহাগ প্রমুখ। বরিশাল জেলা ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুসনুল বেদারী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।
Leave a Reply