মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
স্মাইল ট্রেন ও ট্রমা সেন্টারের যৌথ উদ্দ্যেগে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ(শনিবার) কুমিল্লা ট্রমা সেন্টারের কনফারেন্স হলে সকাল ১০ টায় এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে মেডিক্যাল ডিরেক্টর ডাঃ সফিউল্লার পরিচালনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরফানুল হক রিফাত(মেয়র,কুমিল্লা সিটি কোর্পোরেশন),
বিশেষ অতিথি ড.মুজিবুর রহমান(সাবেক পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল)
ছাড়াও উপস্থিত ছিলেন এ বি এম মোবাশ্বের হোসেন(প্রোগ্রাম ডিরেক্টর, বাংলাদেশ,স্মাইল ট্রেন ইউএসএ),অধ্যাপক ড.শরীফ হাছান(চিফ সার্জন ও প্রোজেক্ট ডিরেক্টর স্মাইল ট্রেন ক্লেফট প্রোজেক্ট), ড. মোহাম্মদ আজাদ (বার্ণ,প্লাস্টিক,
রিকনস্ট্রাকটিভ ও কসমেটিক সার্জারি বিশেষজ্ঞ),
আরো উপস্থিত ছিলেন ড.ওয়াকেলী মন্ডল(সাবেক সহকারী অধ্যাপক, এনেস্থেশিয়া),ড.আফজালুর রহমান(সহকারী অধ্যাপক, এনেস্থেশিয়া)
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সম্মানিত সকল ডক্টরদের সহযোগিতায় এই শিশুগুলো এ সমস্যা থেকে মুক্ত হতে পারছে ও মিষ্টি করে হাসতে পারছে।তাই তিনি সকল সার্জন ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।তিনি এ যাত্রা অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি অনুষ্ঠানের সভাপতি ড.আবদুল হক তার বক্তব্যে জানান ১৩ বছরে প্রায় ৮ হাজার শিশুকে বিনামূল্যে অপারেশন করিয়েছেন যা তাদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করেছে। এসময় উপস্থিত নেতৃবৃন্দ অধ্যাপক ড.শরীফ হাসানের প্রশংসা করে বলেন এরকম মানের চিকিৎসক বিরল,আমরা তাহার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি। দেশের সর্বচ্চ মহলে তিনি প্রশংসনীয় হয়ে আছেন।
Leave a Reply