সাতক্ষীরায় দেশি পিস্তলসহ গ্রেফতার ১

মোঃ আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরার বৈকারি এলাকা থেকে দেশি পিস্তলসহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টায় বৈকারি ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে একই এলাকার ওয়াজেদ আলী গাজীর ছেলে।

শুক্রবার দুপুরে এসব তথ্য জানান সদর থানার উপ-পরিদর্শক লোকমান হোসেন।

এসআই লোকমান আরও বলেন, গ্রেফতার ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল (ওয়ান শ্যুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল ফকির বলেন, গ্রেফতার ওই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *