January 15, 2025, 10:52 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা পুলিশ কর্তৃক ১২ কেজি গাজা, ১টি মাহেন্দ্র ও ২জন গাজা ব্যবসায়ীকে সাঁওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক হতে আটক করা হয়।
শুক্রবার ( ১০ মার্চ ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে এস আই অনিক ও এ এস আই কামরুলের সহায়তায় পানছড়ি থানাধীন সাঁওতাল পাড়া সংলগ্ন মেইন সড়ক হতে তাদের আটক করা হয়।
আসামীদের মধ্যে রয়েছে ১) খোকন চাকমা (২৬) পিতা: রজনী কুমার চাকমা ২.সুফল চাকমা (১৯) পিতা , রাঙ্গা চান চাকমা উভয়ের গ্রাম চ্যাগাইয়াছড়ি, রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান,কোন মাদকব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। বিশেষ অভিযানে এই আসামীদের আটক করা হয়। মামলার প্রক্রিয়া চলমান।