স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’ গঠনের লক্ষ্যে নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
“চাকরি নয়, সেবা” এই প্রত্যয়ে অদ্য বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ) নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ডিসেম্বর-২০২২ উপলক্ষ্যে গত ০২ মার্চ ২০২৩ তারিখ হতে শুরু হওয়া Physical Endurance Test (PET) এ উত্তীর্ণ প্রার্থীগণের অংশগ্রহণে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স একাডেমী, নীলফামারীতে স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাননীয় আইজিপি স্যার ও রংপুর রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারী‌সহ হেডকোয়ার্টাস থেকে প্রেরিত নিয়োগ কমিটির সদস্যবৃন্দ ও নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Physical Endurance Test (PET) এ কৃতকার্য যে সকল প্রার্থীরা আজকের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সহিত উত্তীর্ণ হবেন, সে সকল প্রার্থীগণ আগামী ১৯ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *