সুজানগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এম এ আলিম রিপন,সুজানগর :সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফারজানা কাউসার। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু জীবনের অন্যতম দর্শন ছিল নারীর ক্ষমতায়ন। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনায় সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটিয়েছে। আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের হাইকোর্ট-সুপ্রিম কোর্টে নারী বিচারপতি নিয়োগ দিয়েছে। দেশে এখন বিভিন্ন জেলা জজ ও নারীরা দক্ষতার সাথে কাজ করছে। আমাদের শান্তিরক্ষা মিশনে নারীরা ভালো করছেন বলেও জানান বক্তারা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *