শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরে ১৭৭তম শুভ জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শুভ দোল পূর্ণিমা ও মুক্তিবারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরে ১৭৭তম শুভ জন্মতিথি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ সেবা সংঘের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোবাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়।

পরে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর। এসময় শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সুবল রায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রনয় কুমার বিশাস, সংগঠনের সভাপতি মতুয়া প্রমথ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুভাষ বালা বক্তব্য রাখেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *