পঞ্চগড় সংঘর্ষে : ১৩টি মামলা এ পর্যন্ত আটক ১৩৫ জেলা জুড়েও আতঙ্ক চলছে

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ১১টি এবং বোদা থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৩ মামলায় মোট ১৩৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার সকালে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য জানান। তিনি বলেন, মোট ১৩ টি মামলায় ১০-১১ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ সময় মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুরু হয় আহমদনগরে। কিন্তু এতে বাদ সাধে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা। তাঁরা এই জলসা বন্ধ করা এবং আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। বাধ্য হয়ে প্রশাসন রাত ৮টায় জলসা বন্ধ করে দেয়। এর পরও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *