January 15, 2025, 8:42 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের বলাডাঙ্গায় গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বলাডাঙ্গায় মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টায় বলাডাঙ্গা হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলন ও আলোচনাসভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের সভাপতি হরপ্রসাদ বাগচী।বলাডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল
জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট
মতুয়া সংগঠক অসীম পাল।অতুল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
বক্তৃতা করেন পশ্চিম বাংলার মতুয়া অসিত বিশ্বাস, জেলা কমিটির উপদেষ্টা
মতুয়া রত্ন অশোক কুন্ডু, বলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি
তারাপদ বকসি, মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সদস্য দেব মজুমদার,মিলন
ঘোষ,উত্তম পাল,দেবু মজুমদার,ুহিরামন পাল,রামপাল, সৌরভ পাল, প্রসেনজিত
বিশ্বাস,মতুয়া রথী গোসাই, সুকান্ত বিশ্বাস,মন্দির কমিটির সভাপতি শ্রী
প্রতিরায় গোসাই, মতুয়া নরোত্তম সরকার,প্রবীত বিশ্বাসসহ মতুয়া মিশনের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতুয়া রত্ন পরশ মনি
বিশ্বাস মন্টু। এর আগে সকাল থেকে নড়াইলসহ আশোপাশের জেলা থেকে মতুয়া দল
বলাডাঙ্গা হরিচাঁদ মন্দির প্রাঙ্গনে আসতে থাকে।