নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
প্রতিনিধিঃ “ডিজিটাল প্রযুক্তি ও উদ্বাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণ তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, হেকস/ইপার এবং সুইজারল্যান্ড এ্যাম্বাসী এর সহযোগিতায় ও রিভাইভ প্রকল্প ডাসকো ফাউন্ডেশন এর অংশগ্রহণে সকাল
১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, ডাসকো ফাউন্ডেশন এর রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নারায়ন চন্দ্র রায়, ফ্যাইনান্স এন্ড এডমিন অফিসার বিনয় টুডু, উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়, সিডিও বৃন্দ। এছাড়া ও টেকসই প্রকল্পে’র পিএম ডমিনিক তুষার রিবেরু সহ উক্ত প্রকল্পের এফও জাহিদ হাসান এবং এফএফ বৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *