রাজারহাটে গুণিজনকে এ্যাওয়ার্ড প্রদান

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ :০৬-০৩-২০২৩ ইং। কুড়িগ্রামের রাজারহাটে ড্রিমল্যান্ড ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণিজন এ্যাওয়ার্ড প্রদান করেছে সংগঠনটি।৪ঠা মার্চ শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার সরকারি বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অডিটরিয়ামে প্রধান মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক মরহুম রাকিবুল রিয়াদ স্মৃতি এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুরের পরিচালক ভূপতি ভূষণ বর্মা,সংগঠক ও সংবাদ কর্মী শফি খান, কুড়িগ্রাম জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, দিশারি পাঠাগার প্রতিষ্ঠা ও সাংবাদিক খালেক ফারুক, অরুনিমা সাহিত্য পত্রিকা সম্পাদক হাসান পলাশ। এসময়ে উপস্থিত ছিলেন ড্রিম ল্যান্ড সভাপতি
ঐশী রীতি সাধারণ সম্পাদক
খাদিমুল ইসলাম সাইফুল,সহ-সভাপতি
লুৎফর রহমান সবুজ,ইউপি সদস্য লিটন সরকার, ব্যাংকার গোলাম মোস্তফা, ব্যাংকার সাজু সরকার প্রমুখ। # ছবি সংযুক্ত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *