January 15, 2025, 8:36 am
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার এ এস এম জিল্লুর রশিদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রানী রায়, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপাল দে, উপজেলা সহকরী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাংবাদিক এস আর সাঈদ, প্রমুখ।